বর্তমান এই তথ্য প্রযুক্তির সময় কম্পিউটার জানা ছাড়া কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকা একান্ত প্রয়োজন। কম্পিউটার জানা থাকলে কাউকে বেকার থাকতে হয়না। যেকোন সেক্টরে অতি সহজে চাকুরি পাওয়া সম্ভব। তাছাড়া কম্পিউটারের সঠিক দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে ইনকাম করা সম্ভব। আপনি যদি চাকুরীজীবি,ব্যবসায়ী,গৃহিনী,শিক্ষার্থী অথবা প্রবাসী হয়ে থাকেন তাহলে সেসব পেশার পাশাপাশি কম্পিউটার কাজে দক্ষ হয়ে অবসর সময়ে অনলাইনে কাজ করে বাড়তি ইনকাম করতে পারেন। বর্তমান এই তথ্য প্রযুক্তির সময় নিজেকে তুলে ধরার এইতো সুবর্ণ সুযোগ। নিজেকে একটি গন্ডির মধ্যে আবদ্ধ করে না রেখে নিজের পরিচিতি ও প্রতিভা মেলে ধরুন সারা বিশ্বের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। তাছাড়া আপনি যে পেশাতেই থাকেন বর্তমানে তথ্য প্রযুক্তির নলেজ রাখা একান্ত জরুরী, অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন কোর্স করে গুণগতমানের কাজ শিখাতে লাকসাম আইটি নলেজ সফল।
এই প্রতিষ্ঠানে বেসিক কম্পিউটার স্কীল,মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিংয়ের কাজ শিখানো হয়ে থাকে। বর্ত মানে লাকসাম মনোহরগঞ্জ তে দুইটি শাখা সফলতা পাওয়ার পর এখন ঢাকা রামপুরা বনশ্রী ই ব্লকে নতুন আরেকটি শাখা দেওয়ান সিদ্ধান্তঃ গ্রহন করেন আইটি নলেজ ইনস্টিটিউট পরিচালক খোরশেদ আলম বিপ্লব। তাই সময় নষ্ট না করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আইটি নলেজ ইনস্টিউটে যোগাযোগ করুন।
ঢাকা ঠিকানা : আইটি নলেজ ইনস্টিটিউট রামপুরা বনশ্রী ই ব্লক রোড ৩, হাউজ #৬ ঢাকা, বাংলাদেশ মোবাইল- 01713629319 Email: info.itknowledge@gmail.com Web : itknowledgeinstitute@gmail.com