০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল।

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৪৭ Time View

দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল

এসএসসিতে শতভাগ পাসসহ ৯৯.৬৬ শতাংশ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস্। রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এমন অভূতপূর্ণ সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

রোববার (১২ মে) ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকদের হাসিমাখা মুখ উৎসব মুখরিত করে বিদ্যালয় প্রাঙ্গন।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) থেকে ২৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে ২৯৪ শিক্ষার্থী জিপিএ-৫ এবং একজন শিক্ষার্থী  জিপিএ ৪.৯৪ সহ শতভাগ সফলতা অর্জন করে।

সেইসঙ্গে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

এদিকে, প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। তিনি জানান, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোন প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম।

শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।

প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, সঠিক পরিকল্পনা এবং কঠিন মনিটরিংয়ের কারণে আজকের এই ফলাফল। আমরা বছরের শুরুতেই কিছুটা দুর্বল ও পিছিয়েপড়া শিক্ষার্থীদের চিহ্নিত করি। ক্লাসের বাইরে ওদেরকে আলাদা ক্লাসের ব্যবস্থা করি। প্রতি ১৫ শিক্ষার্থীর জন্য আমাদের একজন গাইড শিক্ষক রয়েছে। যে গাইড শিক্ষক সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য লেগে থাকেন। যার ফলশ্রুতিতে একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষিকার কঠোর পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের কঠোর অধ্যাবসায়ের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

এএইচ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আওয়ামীলিগের বদলে বিএনপিকে বসানোর জন্য অভ্যুত্থান হয়নি

দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল।

Update Time : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

এসএসসিতে শতভাগ পাসসহ ৯৯.৬৬ শতাংশ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস্। রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এমন অভূতপূর্ণ সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

রোববার (১২ মে) ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকদের হাসিমাখা মুখ উৎসব মুখরিত করে বিদ্যালয় প্রাঙ্গন।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) থেকে ২৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে ২৯৪ শিক্ষার্থী জিপিএ-৫ এবং একজন শিক্ষার্থী  জিপিএ ৪.৯৪ সহ শতভাগ সফলতা অর্জন করে।

সেইসঙ্গে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

এদিকে, প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। তিনি জানান, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোন প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম।

শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।

প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, সঠিক পরিকল্পনা এবং কঠিন মনিটরিংয়ের কারণে আজকের এই ফলাফল। আমরা বছরের শুরুতেই কিছুটা দুর্বল ও পিছিয়েপড়া শিক্ষার্থীদের চিহ্নিত করি। ক্লাসের বাইরে ওদেরকে আলাদা ক্লাসের ব্যবস্থা করি। প্রতি ১৫ শিক্ষার্থীর জন্য আমাদের একজন গাইড শিক্ষক রয়েছে। যে গাইড শিক্ষক সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য লেগে থাকেন। যার ফলশ্রুতিতে একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষিকার কঠোর পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের কঠোর অধ্যাবসায়ের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

এএইচ