০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় রাতভর উত্তপ্ত রাবি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ১৬৮ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসা নিয়ে ছাত্রলীগের হল কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল কমিটির সহ-সভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়।

সময় দেশি অস্ত্রের মহড়া দেয় উভয় পক্ষ। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসের বাইরে ও ভিতরে ব্যাপক পুলিশ অবস্থান নেয়। প্রশাসনের সহায়তায় পুলিশ সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে। তবে সেখান থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধক্ষ্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এএইচ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশে জেলহত্যার পুনরাবৃত্তির আশংকা ! মৃত্যু ঝুঁকিতে ফজলে করিম

তুচ্ছ ঘটনায় রাতভর উত্তপ্ত রাবি

Update Time : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসা নিয়ে ছাত্রলীগের হল কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল কমিটির সহ-সভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়।

সময় দেশি অস্ত্রের মহড়া দেয় উভয় পক্ষ। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসের বাইরে ও ভিতরে ব্যাপক পুলিশ অবস্থান নেয়। প্রশাসনের সহায়তায় পুলিশ সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে। তবে সেখান থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধক্ষ্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এএইচ